সিজারে পুরুষ কেন?
নিজস্ব প্রতিবেদন,
বাংলাদেশে কি নারী ডাক্তার এতোটাই অভাব? আপনারা যারা বিয়ে করেছেন ছেলে মেয়ের বাবা হবেন তারা কান খাড়া করে শুনে রাখুন।
আপনার স্ত্রীকে ডেলিভারি নামে কিসের সিজার করাচ্ছেন? যে সিজার পুরুষ ডাক্তার দিয়ে করানো হয়।
মনে রাখবেন-আপনার স্ত্রীর গোপন অঙ্গ আপনি ব্যতিত অন্য কোন পুরুষের দেখার অধিকার নেই। যদি এরকম হয়, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহর নিকট এর জবাব দিতে হবে।
এ লজ্জাটা কার? লজ্জাটা আপনার। এ লজ্জাটা পুরা মানবজাতির ।
আসুন নিয়ম বদলাই,
অন্যান দেশ গুলোতে স্ত্রীর ডেলিভারি সময় স্বামীকে পাশে রাখা হয়।এতে স্ত্রীর মন অনেক বেশি আত্মবিশ্বাস হয়ে ওঠে। আর
স্ত্রীরা ভাবে নতুন কোন মানুষকে পৃথিবীতে আনতে হয়তো আমার সৌভাগ্য যে, আমার এই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আমার স্বামী আমার পাশে আছে, আপাতত আমি তার চেহারার দিকে তাকিয়ে সব যন্ত্রণা হাসিমুখে মেনে নিতে পারব।কিন্তু আমাদের বাংলাদেশে আতুরঘর তো দূরের কথা হসপিটাল এর অপারেশন রুমের আশেপাশে ও স্বামীকে রাখা হয়না। কিছু কিছু ডাক্তার এর আত্মসম্মানে লাগে-স্বামী পাশে থাকলে ।
স্ত্রীরা ভাবে নতুন কোন মানুষকে পৃথিবীতে আনতে হয়তো আমার সৌভাগ্য যে, আমার এই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আমার স্বামী আমার পাশে আছে, আপাতত আমি তার চেহারার দিকে তাকিয়ে সব যন্ত্রণা হাসিমুখে মেনে নিতে পারব।কিন্তু আমাদের বাংলাদেশে আতুরঘর তো দূরের কথা হসপিটাল এর অপারেশন রুমের আশেপাশে ও স্বামীকে রাখা হয়না। কিছু কিছু ডাক্তার এর আত্মসম্মানে লাগে-স্বামী পাশে থাকলে ।
আমি মনে করি একজন স্বামী যদি স্ত্রীর পাশে থেকে ডেলিভারি বা সিজারের কষ্টটা নিজ চোখে দেখে।তবে স্বামী পরবর্তী সময় স্ত্রীর সাথে কখনোও খারাপ ব্যাবহার করার সাহস হতো না, সে যতো নিষ্ঠুর পুরুষ হোক না কেন। একটু হলেও তার স্ত্রীর প্রসব যন্ত্রণার কথা ভেবে তার স্ত্রী কে সব সময় মায়ার চাদরে আগলে রাখতো।
সবাই সচেতন হন এবং ভালো মহিলা ডাক্তার দিয়ে দিয়ে সিজার করান
অনেক সুন্দর দামী কথা
ReplyDelete